শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রশ্নফাঁস মোকাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নতুন শিক্ষামন্ত্রী


প্রশ্নফাঁস মোকাবেলা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: নতুন শিক্ষামন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০১৯


ডেক্স রিপোর্টঃ প্রশ্নফাঁস মোকাবেলা আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নতুন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘জনগনের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। তারা বিপুল প্রত্যাশা নিয়ে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

আমরা তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।’

দীপু মনি আরো বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারের ২১ অঙ্গীকারের মধ্যে শিক্ষার মান উন্নত করার প্রতিশ্রুতি অন্যতম। এই চ্যালেঞ্জ সারাবিশ্বেই আছে। এসব চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করবো।

এ সময় সচিবালয়ে উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী বলেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, ক্ষমতা না দায়িত্ব। সেই দায়িত্বশীল আচরণ আমরা সবাই করব এবং ইশতেহার অনুযায়ী কাজ করবো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি