শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আবারো পিছিয়েছে কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে ৮ জন হত্যা মামলার চার্জগঠন ও জামিন আবেদনের শুনানী


আবারো পিছিয়েছে কুমিল্লায় খালেদা জিয়ার বিরুদ্ধে ৮ জন হত্যা মামলার চার্জগঠন ও জামিন আবেদনের শুনানী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯

দেলোয়ার হোসাইন আকাইদঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জগঠন ও জামিন আবেদনের শুনানী আবারো পিছিয়েছে।

বুধবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আলী আকবরের আদালতে এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু জানান, খালেদা জিয়ার মামলার চার্জগঠন ও জামিন আবেদনের শুনানীর আজ নির্ধারিত তারিখ ছিল, কিন্তু রাষ্ট্র পক্ষের সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে তা পিছিয়ে যায়। আদলতের বিচারক তাৎক্ষনিক কোন তারিখ না দিয়ে পরবর্তীতে দেয়া হবে বলে বিবাদী পক্ষকে জানান।

জানা গেছে, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭ জন ও হাসপাতালে নেয়ার পর ১জনসহ মোট ৮ ঘুমন্ত যাত্রী মারা যায়। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি রাতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি