শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিদ্যুতের অভাবে চালু করা যাচ্ছে না শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট


বিদ্যুতের অভাবে চালু করা যাচ্ছে না শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯

ডেক্স রিপোর্টঃ  প্রতিষ্ঠান তাঁর নামে উদ্ভোধনও করেছেন তিনি। তিনি আর কেউ নয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছর উদ্ভোদন করেন তার নামে শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

কিন্তু বিদ্যুতের অভাবে এখনো চালু করা যায়নি প্রতিষ্ঠানটি।

বাংলাদেশে প্রতিদিন কোনো না কোনো আগুনে পোড়ার ঘটনা ঘটছে আর তারা ছুটে আসছে ঢাকা মেডিকেলের বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে।

যে পরিমাণ রুগি তাতে ঐ বিভাগের পক্ষে সেবা দেয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে একশ রোগির চিকিৎসার সুযোগ থাকলেও রোগির পরিমাণ পাঁচশ ছাড়িয়ে যায়।

এতো রোগির যায়গা সংকুলান করা যেমন সম্ভব হচ্ছে না তেমনি চিকিৎসা দিতেও গলদঘর্ম হতে হচ্ছে ডাক্তারদের।

এজন্য প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে একটি আন্তর্জাতিক মানের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করার কথা ভাবেন এবং সে অনুযায়ী কাজও হয় এবং প্রয়োজনের কথা চিন্তা করে নির্দিস্ট সময়ের আগেই কাজ শেষ করা হয় এবং প্রধানমন্ত্রী নিজে এটি উদ্ভোধন করেণ। এরপর সবার মধ্যে আশার সঞ্চয় হয়েছিলো এখন ভালো মানের সেবা পাওয়া যাবে কিন্তু বিদ্যুৎ সংযোগ না পাওয়ার কারণে এখনো চালু করা যায়নি এর কার্যক্রম। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বলেন আমরা এই কাজটির জন্য অনেক আগেই দরখাস্ত করে রেখেছি কিন্তু এখনো সংযোগ পাইনি, যার কারণে আমরা কাক্সিক্ষত সেবা চালু করতে পারছিনা।

তিনি বলেণ অনেক যন্ত্রপাতি বসাতে পারছিনা অন্যসব কাজ বন্ধ আছে, বলা যায় শুধু বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় সবকিছু স্থবির হয়ে আছে।

ডিপিডিসির বক্তব্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে কাজটি করা সম্ভব হচ্ছে না। ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলি বিকাশ দেওয়ান বলেণ এই প্রতিষ্ঠানের সংযোগ দিতে হলে কাঁটাবন পাওয়ার হাউস থেকে মাটির নিচ দিয়ে শাহবাগ মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে প্রতিষ্ঠানে যুক্ত হবে, এতে রাস্তা কাটা ও মেরামত বাবদ ডিএসসিসি আমাদের কাছে স্বাভাবিকের চেযে প্রায় আটগুন বেশি টাকা ও কয়েকগুন বেশি জামানত দাবি করেছে, যা আমাদের পক্ষে শোধ করা সম্ভব হচ্ছে না। তিনি বলেণ, আমি মেয়র মহোদয়ের সাথে এ ব্যপারে কথা বলেছি তিনি বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি