শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বৃহস্পতিবার কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী


বৃহস্পতিবার কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০১৯


ডেস্ক রিপোর্ট : দায়িত্ব গ্রহণের দ্বিতীয় সপ্তাহেই ঢাকায় অবস্থান করা বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

আগামীকাল বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের এই ব্রিফ করা হবে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।

সূত্র জানায়, আগামী দিনের পরিকল্পনা (ভিশন) সম্পর্কে বিশ্বকে জানাতে এ আয়োজন নতুন সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ব্রিফিংয়ে আগামী দিনের পররাষ্ট্রনীতিকেই গুরুত্ব দেয়া হবে।

থাকবে রোহিঙ্গা সংকট, গণতান্ত্রিক চর্চার মত বিষয়ও।

এছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কেও কূটনীতিকদের জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে বিস্তর প্রস্তুতিও নেয়া হচ্ছে। বিশেষ করে একাদশ সংসদ নির্বাচন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন সে পরিসংখ্যান তুলে ধরা হবে।

পাশাপাশি নির্বাচন নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনের যেসব পদক্ষেপ নিয়েছে সেসবও জানানো হবে। দায়িত্ব নিয়েই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন অর্থনৈতিক কূটনীতিতে গুরুত্ব দেবে সরকার।

সূত্র জানায়, বিদেশিদের ব্রিফিংয়ে সে বিষয়টিও পরিষ্কার করবেন তিনি।

বিদেশি বিনিয়োগকারীদের টানতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও শোনাবেন বিদেশি বন্ধুদের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি