শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


‘গুগল প্লাস’ বন্ধ হয়ে যাচ্ছে।


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ গুগলের সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’ আগামী ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাবে বলে গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম ‘গুগল প্লাস’ জনপ্রিয় করার চেষ্টা করেছিল প্রতিষ্ঠানটি। তবে তাতে সফল না হয়ে শেষ পর্যন্ত তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

বন্ধ হওয়ার আগে থেকেই গুগল প্লাস ব্যবহারকারীরা ৪ ফেব্রুয়ারি থেকে গুগল প্লাসে আর নতুন কোনো প্রোফাইল, পেজ, কমিউনিটি ও ইভেন্ট তৈরি করতে পারবেন না।

তবে গুগল প্লাস বন্ধ হয়ে গেলেও গুগল ফটোতে ব্যাকআপ হিসেবে রাখা ছবি ও ভিডিও মুছে যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি