শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ায় এক বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় থেকে ওই শিক্ষকের চাকরি চলে যায়। সমপ্রতি এ ঘটনা প্রকাশিত হওয়ায় বাংলাদেশি কমিউনিটিতে তোলপাড় শুরু হয়।

নিউ ক্যাসেল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ায় এ ঘটনা ঘটে। ওই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ড. মিল্টন হাসনাত পিএইচডি করতে আসা বাংলাদেশি একজন শিক্ষার্থীর কাছ থেকে প্রতারণা করে বিভিন্ন সময়ে অর্থ আদায় করেন। এভাবে নানা অজুহাতে টাকা দাবি করলে ওই শিক্ষার্থীর সন্দেহ হয়। পরে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন তদন্তে অভিযোগটি প্রমানিত হয় । বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষককে অভিযুক্ত করলে তিনি চাকরি ছাড়তে বাধ্য হন এবং প্রতারণামূলক আদায়কৃত অর্থ শিক্ষার্থীকে ফেরত দেন।

উল্লেখ্য, ওই শিক্ষক দেশের একটি বৃহত্ রাজনৈতিক দলের অস্ট্রেলিয়া শাখার একটি অংশের সভাপতির দায়িত্ব রয়েছেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি