শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


চট্টগ্রাম নগরের অক্সিজেন রেলগেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৮১ বসতঘর


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম নগরের অক্সিজেন রেলগেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ৮১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ২০ লাখ টাকার মালামাল।

গতকাল রবিবার রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রবিবার রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি