শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের গোপন সম্পর্ক ২৫ বছর আগের, জানালেন সাবেক সৌদি রাষ্ট্রদূত


ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের গোপন সম্পর্ক ২৫ বছর আগের, জানালেন সাবেক সৌদি রাষ্ট্রদূত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

যুক্তরাষ্ট্রে সাবেক সৌদি রাষ্ট্রদূত তুর্কি আল ফায়সাল আল-সউদ বলেছেন মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের গোপন সম্পর্ক গত ২৫ বছর ধরে চলছে। মিডিল ইস্ট মনিটর এ প্রতিবেদনের পাশাপাশি আরেকটি প্রতিবেদনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাত দিয়ে বলেছে, সিরিয়া ছাড়া তেলআবিবের সঙ্গে সব আরব দেশগুলোর সম্পর্ক রয়েছে। এছাড়া কাতারের দৈনিক আল-আরবের ইসলায়েলি সাংবাদিক বারাক রাভিদকে এর আগে তুর্কি আল ফায়সাল আল-সউদ এক সাক্ষাতকারে বলেছিলেন, এসব দেশের ২০ জন শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছেন। তুর্কি আল ফায়সাল আল-সউদ এর আগে সৌদি আরবের গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

অবশ্য ইসরায়েলের চ্যানেল থার্টিন আরেক প্রতিবেদনে বলেছে ক্যামেরার সামনে এসব কর্মকর্তা বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ। সাংবাদিক রাভিদ বলেন, আল ফায়সাল এর আগে একাধিকবার ইসরায়েলে মিডিয়ার কাছে কাতার, সৌদি আরব, বাহরাইনের সঙ্গে তেলআবিবের সম্পর্কের কথা বলেছেন। ইসরায়েলি টেলিভিশনে ‘দি সিক্রেটস অব দি গালফ’ নামে একটি অনুষ্ঠানেও তিনি এসব বিষয় সম্পর্কে জানান। মিডিল ইস্ট মনিটরের আরেকটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেছেন আমিরাতের আমির।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি