শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » ফেসবুকের বিকৃত খবরগুলো ব্রিটিশ গণতন্ত্রকেও ঝুঁকির মুখে ফেলছে মন্তব্যঃব্রিটিশ এমপিরা


ফেসবুকের বিকৃত খবরগুলো ব্রিটিশ গণতন্ত্রকেও ঝুঁকির মুখে ফেলছে মন্তব্যঃব্রিটিশ এমপিরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে কঠোর বিধিনিষেধ আরোপ করা করা প্রয়োজন। এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মাধ্যমটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে তাই সরকারের উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বলে রোববার মন্তব্য করেছেন ব্রিটিশ এমপিরা।

জাকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং নিয়ন্ত্রকও। কিন্তু তিনি এটি নিয়ন্ত্রণ করতে ও নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে বলে এমপিরা অভিযোগ করেন। ফেসবুক ব্যবহার করে অব্যাহতভাবে ভুয়া খবর ছড়ানো হচ্ছে। এই মাধ্যটির মাধ্যমে ছড়ানো খবরগুলো বিভিন্নভাবে ক্ষতি করছে। ফেসবুকের বিকৃত খবরগুলো ব্রিটিশ গণতন্ত্রকেও ঝুঁকির মুখে ফেলছে বলে তারা অভিযোগ করেন।

ফেসবুকের সাম্প্রতিকালের ঘটনাগুলো খতিয়ে দেখে একটি প্রতিবেদন তৈরি করেছে ব্রিটিশ পার্লামেন্টের তদন্ত কমিটি। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্রিটিশ রাজনৈতিক বিজ্ঞাপনের অনলাইন কোম্পানি ক্যামব্রিজ অ্যানালিটিকার মাধ্যমে বহু মার্কিনির ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে।

এভাবে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ফেসবুক এর গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে এবং নিরাপত্তা ঝুঁকিতে ফেলছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ব্রিটিশ পার্লামেন্টারি তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানিয়েছে ফেসবুক। এর মাধ্যমে ফেসবুককে আরো বেশি যথাযথ করা ও নির্ভুল করা সম্ভব হবে বলে মাধ্যমটি এক বিবৃতিতে জানিয়েছে।

ফেসবুককে নিয়ন্ত্রণ করতে ও জবাবদিহী করতে প্রতিবেদনে বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে। তাতে উল্লেখযোগ্য হলো- প্রযুক্তি কোম্পানিগুলোর তথ্যের সত্যতা নিশ্চিত করতে একটি নীতিমালা থাকতে হবে এবং এটি তদারকি করতে একটি স্বাধীন কমিটিও থাকতে হবে।

কোম্পানিগুলো যদি নীতিমালা ভঙ্গ করে তাহলে তাদের বিরুদ্ধে কমিটিকে আইনগত ব্যবস্থা নেয়ার স্বাধীনতা দিতে হবে। বিদ্যমান ইলেক্টোরাল আইনগুলোও সংস্কার করতে হবে এবং ব্রিটিশ নির্বাচন পর্যবেক্ষণে বিদেশী সংশ্লিষ্টতার বিষয়েও আইন করতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে অবশ্যই ক্ষতিকর বিষয়গুলো প্রচারকারী পরিচিত উত্সগুলোকে বন্ধ করতে হবে এবং তদন্তাধীন উত্সগুলোকেও অপসারণ করতে হবে হবে কমিটি জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি