শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আবহাওয়ার পরিস্থিতির আস্তে আস্তে পরিবর্তন


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :

পশ্চিমা লঘুচাপের কারণে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হয়েছে। ক্ষণিকের জন্য মাঝে মাঝে সূর্যের দেখা পেলেও অধিকাংশ সময় ছিল আকাশ মেঘে ঢাকা। হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

তবে আজ শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপ গাঙ্গেয় বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহের জন্য তিন নম্বর সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে।

এদিকে আজ শুক্রবার ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি