শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কাশ্মীর উপত্যকায় শান্তি ফিরবে তো


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৩.২০১৯


ডেস্ক রিপোর্ট : দীর্ঘ ৬০ ঘণ্টা পর আটক ভারতীয় যুদ্ধবৈমানিক অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দিয়েছে পাকিস্তান। গতকাল পাঞ্জাবের ওয়াগা সীমান্তে ভারতীয় বিমানবাহিনীর এই উইং কমান্ডারকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে হস্তান্তর করা হয়।

তাকে স্বাগত জানান দেশটির এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর। তখন সীমান্তে ভিড় করা জনতা ‘সত্যিকারের বীর সেনা ফিরল দেশে’ বলে স্লোগান দেন। এ ঘটনায় ভারতের দাবি, এটি বড় কূটনৈতিক বিজয়। পাকিস্তান বলছে, এ হলো শান্তি প্রতিষ্ঠায় ইচ্ছার নিদর্শন। তবে কে জিতল কে হারল, এই সমীকরণ মেলাতে দুই দেশ, সেই সঙ্গে গণমাধ্যমগুলোও উঠেপড়ে লেগেছে।

জয় দুপক্ষেরই : বুধবার পাকিস্তানের বেশকিছু যুদ্ধবিমানকে ধাওয়া করতে গিয়ে শেষে নিজেই আত্মরক্ষায় ব্যর্থ হন অভিনন্দন বর্তমান। মিগ-২১ যুদ্ধবিমান উড়াচ্ছিলেন তিনি। পাকিস্তানি সেনারা ওই বিমানটি ভূপাতিত করে তাকে আটক করেন। অব্যাহত আন্তর্জাতিক চাপ কিংবা অনুরোধ হোক

অথবা কৌশলী কূটনীতি হোক, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার ঘোষণা দেন শান্তি প্রতিষ্ঠায় ইচ্ছার নিদর্শনস্বরূপ শুক্রবার অভিনন্দনকে হস্তান্তর করা হবে।

এদিকে দেশনায়ক অভিনন্দনকে ফিরে পাওয়ার বিষয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপির প্রধান অমিত শাহ বলেছেন, এটা হলো তার দেশের সবচেয়ে বড় কূটনৈতিক বিজয়।

আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রত্যেক ভারতীয় অভিনন্দনকে নিয়ে গর্বিত।

আর এমন একটি ‘সাহসী ও মহতী পদক্ষেপ’ নেওয়ায় ইমরান খানকে শান্তিতে নোবেল দেওয়া হোক বলে পাকিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।

অভিনন্দনের ভিডিও করে রাখল পাকিস্তান : নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা দেরি করে আট্টারি-ওয়াগা সীমান্তে অভিনন্দনকে ফেরত দেওয়া হয়। এ জন্য দুই দফা সময় পরিবর্তন করে পাকিস্তান কর্তৃপক্ষ। তবে দেশটির সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই উইং কমান্ডারের একটি ভিডিও স্টেটমেন্ট করার জন্যই দেরি হয়েছে। তাদের মিডিয়ায় স্থানীয় সময় রাত ৯টায় ভিডিওটি প্রকাশ করে পাকিস্তান সরকার। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, উইং কমান্ডার অভিনন্দন বলছেন ‘টার্গেট খুঁজতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছিলেন তিনি; কিন্তু তার যুদ্ধবিমানটি গুলি করে নামানো হয়। তবে জনতার হাত থেকে আমায় রক্ষা করেছেন সেনাসদস্যরা। পাকিস্তানি সেনাবাহিনী খুবই পেশাদার এবং আমি তাদের প্রতি সন্তুষ্ট।’

শান্তি ফিরবে কি : দেখার বিষয়, বৈমানিক অভিনন্দনের এ ঘটনা কাশ্মীর সীমান্তে সত্যিকার অর্থে শান্তির সুবাতাস ফিরিয়ে আনতে পারে কিনা। দুই দেশের গণমাধ্যমগুলোয় যে খবর গতকাল প্রকাশ ও প্রচার হয়েছে, তাতে শান্তি প্রতিষ্ঠা নিয়ে যথেষ্ট সংশয় আছে। গতকালই, এমনকি অভিনন্দনের মুক্তির আগেই টাইমস অব ইন্ডিয়া জানায়, কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখায় ব্যাপক গুলিবর্ষণ করেছে পাকিস্তানি বাহিনী। এনডিটিভি জানায়, কাশ্মীরের কুপওয়ারায় বন্দুকযুদ্ধে এক জঙ্গি ও চার সৈনিক নিহত হয়েছেন। অন্যদিকে ডন নিউজ জানিয়েছে, ভারতের যে কোনো আগ্রাসন রুখে দিতে আত্মরক্ষায় সদাপ্রস্তুত রয়েছে পাকিস্তানের সশস্ত্রবাহিনী।

যুদ্ধের শঙ্কায় মধ্যস্থতার প্রস্তাব : এদিকে দুই দেশের মধ্যে যেন নতুন করে আর উত্তেজনা না বাড়ে, সে ব্যাপারে আন্তর্জাতিক অঙ্গন থেকে মধ্যস্থতার অনেক প্রস্তাব আসছে।

গতকাল জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন দুই দেশ চাইলে তারা শান্তির জন্য উদ্যোগী হবে। এর আগে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ও সৌদি আরবের মতো দেশগুলো এবং জাতিসংঘ মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ায় ভারত-পাকিস্তানের যুদ্ধের ব্যাপারে অন্তত প্রতিবেশী রাষ্ট্রগুলো বিশেষ সতর্ক রয়েছে।

সংকট যেভাবে শুরু : সেদিন ছিল ভালোবাসা দিবস, ১৪ ফেব্রুয়ারি। ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় বিস্ফোরকবোঝাই গাড়ি নিয়ে হামলা চালায় স্থানীয় এক জঙ্গি।

ওই হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর অন্তত ৪০ জওয়ান নিহত হন। ভারতের গণমাধ্যমগুলোর দাবি, পাকিস্তানের জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ ওই হামলার দায় স্বীকার করেছে। তবে কোথায় এবং কীভাবে তারা এ দায় স্বীকার করেছে এ নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

একদিকে হামলাকারী যুবক ছিলেন ভারতীয়। পাশাপাশি জওয়ানদের গাড়িবহরে হামলায় ব্যবহৃত বিস্ফোরকও স্থানীয়ভাবে সংগৃহীত বলে জানা যায়। তা সত্ত্বেও নয়াদিল্লি দাবি করে, ওই হামলায় পাক-প্রশাসনের মদদ রয়েছে; যা ইসলামাবাদ খুব জোরালোভাবে প্রত্যাখ্যান করে।

বাধল বিমানযুদ্ধ : পুলওয়ামা হামলার বদলা নিতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানশাসিত কাশ্মীরের বালাকোটে এক জঙ্গলে জইশের প্রশিক্ষণকেন্দ্রে বিমানহামলা চালায় ভারত।

নয়াদিল্লির দাবি, এ অভিযানে কয়েকশ জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান হামলার কথা স্বীকার করলেও পাল্টা প্রমাণ চেয়ে বলে অত জঙ্গি মরল তো, তাদের মরদেহ কোথায়?

তবে নিজেদের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হওয়ায় পাল্টা বিমানহামলা করে পাকিস্তানও, পরদিন বুধবার। ভারতের দাবি, এ সময় পাকিস্তানের একটি এফ-১৬ বিমান তারা ভূপাতিত করেছে। ওদিকে পাকসেনারা ভারতের মিগ-২১ বিমান ভূপাতিত করে এবং বৈমানিক অভিনন্দনকে আটক করে।

যেভাবে ছাড়া পেলেন অভিননন্দন : বৈমানিক আটক হওয়ার পরই ভারত কিছুটা কৌশলে এগোতে থাকে। হুমকি-ধমকি না দিয়ে তারা শুধু দাবি তোলে, আগে অভিনন্দনকে ফেরত চায় নয়াদিল্লি, এর পর অন্য কথা। নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেও তার কোনো ভাষ্য প্রকাশ পায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার টুইটারে ইঙ্গিত দেন, ভারত ও পাকিস্তান থেকে সুখবর পাওয়া যাচ্ছে। এর কয়েক ঘণ্টা বাদেই সংসদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা দেন, ‘শান্তির জন্য আগামীকালই (শুক্রবার) আটক বৈমানিককে হস্তান্তর করা হবে।’

গতকাল সকালে প্রথমে ইসলামাবাদ থেকে লাহোরে সড়কপথে নিয়ে যাওয়া হয় অভিনন্দন বর্তমানকে। সেখান থেকে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা নাগাদ নিয়ে যাওয়া হয় ওয়াগা সীমান্তে। অভিনন্দনকে স্বাগত জানাতে বিকালেই হাজির হন ভারতের সেনা ও বিমানবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। ছেলেকে নিতে সকালেই সীমান্তে পৌঁছেন অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। এ ছাড়া বীরসেনাকে অভিনন্দন জানাতে ভোর থেকে ওয়াগায় হাজির হন হাজারো মানুষ। তারা ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত করে তোলেন ওই সীমান্ত।

১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে বিরোধ জিইয়ে রেখেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। এ অঞ্চলের দখল নিয়ে দুটি যুদ্ধও করেছে ভারত ও পাকিস্তান। দেশ দুটি আলাদাভাবে কাশ্মীরের অংশবিশেষ নিয়ন্ত্রণ করলেও পুরো অংশেরই কর্তৃত্ব দাবি করে।

অভিনন্দনকে অভিনন্দন : ঘরের ছেলেকে ফিরে পেতে অধীর আগ্রহে বসে ছিল গোটা দেশ। তিনি ফিরতেই অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিলেন ভারতবাসী। সাধারণ জনতা থেকে সেলিব্রিটি, রাজনীতিবিদÑ প্রতিটি স্তরের মানুষই তাকে অভ্যর্থনা জানান। বাদ যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নিজের পেজে টুইট করে অভিনন্দনকে স্বাগত জানিয়ে তিনি লেখেনÑ ‘উইং কমান্ডার তোমাকে স্বাগত। তোমার বীরত্ব ও সাহস গোটা দেশকে গর্বিত করেছে। ১৩০ কোটি ভারতীয়র গর্ব আমাদের সশস্ত্র বাহিনী। বন্দে মাতারাম।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি