বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কুকুরের মেজাজ ও ব্যক্তিত্ব পাল্টায় মানুষের মতো


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

কেবল মানুষ নয়, কুকুরের মেজাজ এবং ব্যক্তিত্বেরও পরিবর্তন হয়। বিশেষ পরিস্থিতিতে কুকুরের আচরণে তা প্রকাশও পায়। এক নতুন গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

গবেষণায় জানা গেছে, মানুষের মতো সময়ের সাথে সাথে কুকুরের মেজাজ এবং ব্যক্তিত্বও পরিবর্তন হয়। কুকুরের মেজাজ ও ব্যক্তিত্বের এই পরিবর্তনে উৎসাহিত করে এর মালিকের মেজাজ ও ব্যক্তিত্ব।

প্রাণিটি কীভাবে এর মালিকের অনুভূতি গভীরভাবে ধারণ করে তা বোঝা যায় অন্যকে এর কামড়ানো মনোভাব, দীর্ঘস্থায়ী অসুস্থতা কিংবা অন্য কোনো লক্ষণ থেকে।

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির প্রফেসর উইলিয়াম চোপিক বলেন, ‘মানুষের জীবনে যখন বড় ধরনের পরিবর্তন হয় তখন তাদের ব্যক্তিত্বে এর ছাপ পড়ে। একই বিষয় আমরা বিস্ময়করভাবে ঘটতে দেখি কুকুরে বেলায়ও।

উইলিয়াম চোপিক আরো বলেন, ‘আমাদের সাধারণত প্রত্যাশা থাকে কুকুরের ব্যক্তিত্ব মোটামুটি স্থিতিশীল হবে কারণ আমাদের ধারণা তাদের বন্য জীবনধারা কখনো পরিবর্তিত হয় না যেমনটি হয় মানুষের ক্ষেত্রে। আসলে তাদের বেলায়ও অনেক পরিবর্তন হয়।

চোপিক বলেন, ‘বয়স্ক কুকুরদের প্রশিক্ষণ দেওয়া কঠিন। প্রাণিটিকে প্রশিক্ষণ দেওয়ার সর্বোত্তম সময় হলো যখন এটি ছয় বছরে পা দেবে অর্থাৎ যখন সে তার শিশুকাল অতিক্রম করবে।

গবেষণার এই ফল সম্প্রতি জার্নাল অব রিচার্জ ইন পারসোনালিটি-তে প্রকাশিত হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি