বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০২৪

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট নয়টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়েছে। গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের আজকের পরীক্ষায় অংশ নিবে ১০ হাজার ১৩৪ জন শিক্ষার্থী।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিটা অনুষদের সামনে ও গুরুত্বপূর্ণ জায়গায় সিট প্লান ঝুলিয়ে দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়াও গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে ভর্তিচ্ছুদের সহায়তায় কাজ করছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিএনসিসি, রোভার স্কাউট।

এই বিষয়ে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সাইফুর রহমান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ নয়টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে ,পাচটি কন্ট্রোল রুম রয়েছে। এসব কেন্দ্রে ১০,১৩৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিবেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নাই।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি