শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » আন্তর্জাতিক » উত্তর কোরিয়াকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সংকট কাটাতে ২ হাজার টন গম পাঠিয়েছে রাশিয়া


উত্তর কোরিয়াকে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সংকট কাটাতে ২ হাজার টন গম পাঠিয়েছে রাশিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ উত্তর কোরিয়ার খাদ্য সংকট কাটাতে মানবিক সহায়তা হিসেবে ২ হাজার ৯২ টন গম পাঠিয়েছে রাশিয়া। ইতোমধ্যেই রুশ সহায়তাগুলো দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ হ্যামইয়ংয়ের রাজধানী চংজিনে পৌঁছেছে বলে সোমবার পিয়ংইয়ংয়ে অবস্থিত রাশিয়ান দূতাবাস জানিয়েছে।

উত্তর কোরিয়ার ৪৩ ভাগ নাগরিক খাদ্য সংকটে রয়েছে এবং প্রতি ৫টি শিশুর একটি পুষ্টিহীনতায় ভুগছে। তাই দেশটির প্রায় ৫ লাখ ১৩ হাজার সংকটাপন্ন নাগরিকের জন্য প্রায় ১ কোটি ডলার বর্ধিত সহায়তা প্রয়োজন বলে গত মাসে জাতিসংঘ এক প্রতিবেদনে জানিয়েছিলো।

উত্তর কোরিয়ার নাগরিকদের মানবিক সহায়তা দেয়ার বিষয়টি দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে হুমকির মুখে পড়েছে। তাই পিয়ংইয়ংকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করার বিনিময়ে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেয়ার কথা বলা হচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়।

উল্লেখ্য, উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে গতমাসে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে ভিয়েতনামের হ্যানয়ে এটি বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের বৈঠকটি কার্যত কোন চুক্তি ছাড়াই শেষ হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি