শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে পাকিস্তানে জন!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৩.২০১৯


ডেস্ক রিপোর্টঃ ভারতীয় গুপ্তচর সংস্থার হয়ে কাজ করেছেন তিনি। এজন্য তাকে কখনো রোমিও, কখনো আকবার, আবার কখনো বা ওয়ালটার সাজতে হয়েছে। এভাবে বারবার রূপ বদলে শেষ পর্যন্ত পাকিস্তানে পৌঁছাতে সক্ষম হন বলিউড অভিনেতা জন আব্রাহাম। তবে বিষয়টি রিয়েল লাইফে নয়, বরং রিল লাইফে।

ভারতের শীর্ষস্থানীয় জানিয়েছে, সোমবার মুক্তি পেয়েছে জন আব্রাহামের ছবি ‌‘রোমিও আকবর ওয়ালটার’-এর ট্রেলার। ছবির প্রেক্ষাপট ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ। ছবিতে ভারতের গুপ্তচর সংস্থার হয়ে পাকিস্তানে পৌঁছে যেতে দেখা যাবে অভিনেতা জনকে।

ছবির ট্রেলারের শুরুতেই বিশেষ ডায়ালগ শোনা যায় জনের মুখে। একজন সাধারণ মানুষ থেকে তাকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তোলার জন্য, আত্মীয়দের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণ ও জীবনের আসল উদ্দেশ্য খুঁজে দেওয়ার জন্য বিশেষ কাউকে ধন্যবাদ জানাতে দেখা গেছে এ অভিনেতাকে।

এ থেকেই আন্দাজ করা যায়, একজন অতি সাধারণ এক ব্যক্তিকে দেশের গুপ্তচর সংস্থার হয়ে কাজ করতে পাঠানো হবে তাকে। আর এভাবেই বদলে যাবে তার জীবন। দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে পাকিস্তানে পৌঁছাবেন জন।

এই ছবিতে জন আব্রাহাম ছাড়া আরও দেখা যাবে জ্যাকি শ্রুফ ও মৌনি রায়কে।‌‘ এ ছাড়া রয়েছেন সিকন্দার খের, সুচিত্রা কৃষ্ণমূর্তি, বিক্রমজিৎ কানওয়ারপাল এবং গীতিকা বিদ্যা ওহলিয়ান। সিনেমাটি রবি গ্রেওয়াল পরিচালিত এবং মুক্তি পাবে আগামী ৫ এপ্রিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি