শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস রুম হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার


প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাস রুম হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট :  ২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাশ রুমের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, ‘এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি। ২০২৩ সালের মধ্যেই করা হবে। পুরো এডুকেশন ডিজিটাল সিস্টেম করবো। বাংলাদেশে এমন কোনও শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, যেখানে ডিজিটাল ল্যাব বা মাল্টিমিডিয়া ক্লাশ রুম থাকবে না।’

শুক্রবার (৮ মার্চ) সকালে রাজবাড়ীর দৌলতদিয়ায় রেস্ট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সরকারি টেলিভিশনগুলো ও চারটি বেসরকারি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে তাদের সম্প্রচার চালাচ্ছে। এই স্যাটেলাইটের মাধ্যমেই তথ্য-উপাত্ত আপলোড করা যাচ্ছে। এটি আমাদের দেশের জন্য গৌরবের বিষয়। এর মধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মূদ্রা সাশ্রয় হচ্ছে। প্রতিটি টেলিভিশন চ্যানেল মাসে প্রায় চার হাজার ডলার অর্থ বিদেশে পাঠায় সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য। এ মাসের মধ্যে সবকটি চ্যানেল বঙ্গবন্ধু-১ স্যাটালাইটের সুবিধা গ্রহণ করলে, এই বিপুল পরিমাণ অর্থ দেশে থেকে যাবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। অনেক সময় সম্প্রচারে গোলযোগ হয়। এই গোলযোগটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দূর করা হবে। দুর্গম জায়গাগুলো যেখানে ইন্টারনেট ইচ্ছা করলেই পৌঁছাতে পারি না, সেখানে এই স্যাটেলাইটের ব্যবহার শুরু করেছি।’

মন্ত্রী বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর করা হলে টেলিমেডিসিনের মাধ্যমে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা করা হবে।’

পরে দুপুর ১২টায় মন্ত্রী মোস্তফা জব্বার দৌলতদিয়ায় মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক মো. জালাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন—মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার কলেজের অধ্যক্ষ শেখ সালাউদ্দিন মাহমুদ রেজা। আলোচনা অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন অতিথিরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি