শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচনের দায়িত্ব পালন শেষে দুর্বৃত্তদের গুলিতে প্রিসাইডিং অফিসারসহ নিহত ৫


নির্বাচনের দায়িত্ব পালন শেষে দুর্বৃত্তদের গুলিতে প্রিসাইডিং অফিসারসহ নিহত ৫


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে সাজেকের কংলাক থেকে ফেরার পথে ভোটগ্রহণকারী কর্মকর্তা ও আনসার-ভিডিপি সদস্যদের লক্ষ্য করে ব্রাশ ফায়ার করেছে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই প্রিসাইডিং অফিসারসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরো সাত-আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন প্রিসাইডিং অফিসার শিজক কলেজের শিক্ষক আব্দুল হান্নান, গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য মো. আল-আমিন, বিলকিস, মিহির কান্তি দত্ত ও কিশালয় প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন। নিহত ও আহতরা সবাই কংলাক, মাচালং ও বাঘাইহাট এলাকায় নির্বাচনের দায়িত্বে ছিলেন।

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দীঘিনালা বাঘাইছড়ি সড়কের নয় কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে হেলিকপ্টারযোগে চট্টগ্রামের সিএমএইচ এ পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি