শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


রাঙামাটিতে সাতজন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ রাঙামাটির সীমান্তবর্তী এলাকা কংলাক, মাচালং ও বাঘাইহাট কেন্দ্র থেকে নির্বাচন শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে সাতজন নিহত হয়েছে। আহত হয়েছেন চার পুলিশ সদস্যসহ প্রায় ২৭ জন। এই ঘটনায় পাহাড়ে চার আঞ্চলিক সংগঠনের মধ্যে তিন সংগঠন একে অপরের ওপর দোষ চাপাচ্ছে। কেউ এর দায় স্বীকার করছেন না।

নিবার্চনে অংশ নেওয়া পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা এই হামলার জন্য জনসংহতি সমিতি ও ইউপিডিএফকে দায়ী করেন।

তিনি বলেন, ‘সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র বড়ঋষি চাকমা নিশ্চিত পরাজয় জেনে সকালে নির্বাচন বর্জন নাটক করার পর সন্ধ্যায় সরকারি কাজে নিয়োজিতদের ওপর এই নৃশংস হামলা চালিয়েছে।’

বাঘাইছড়ি উপজেলা কমিটির সহসাধারণ সম্পাদক ত্রিদিব চাকমা বলেন, ‘ওইটা পুরোটাই ইউপিডিএফ এর নিয়ন্ত্রিত এলাকা। এই ঘটনার সঙ্গে আমাদের দূরতম সম্পর্কও নেই। কারণ, ওই এলাকায় আমাদের কোনও সাংগঠনিক কার্যক্রম বা অবস্থান নেই। আর আমরা যেহেতু সকালেই নির্বাচন বর্জন করেছি এবং লিখিতভাবে আমাদের অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছি,আমরা কেনও এমন কাজ করবো। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, গণতান্ত্রিক আন্দোলনেই আমাদের আস্থা আছে।’

অন্যদিকে ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমা জানিয়েছেন, ‘এই ঘটনার সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। বাঘাইছড়ির নির্বাচনে আমাদের কোনও প্রার্থীও ছিল না। আমরা কেনও এই কাজ করতে যাবো?’
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারোয়ার জানান, তিনটি কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালন শেষে তারা সবাই ফিরছিল। তখন তাদের ওপর ৯ মাইল এলাকায় সন্ত্রাসী হামলার এই নৃশংস ঘটনাটি ঘটে। রাত নয়টার পর আহত ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে চট্টগ্রামে পাঠানো হয়।

বাঘাইছড়ি থানা পুলিশ জানায়, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের দুর্গম কংলাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে বিজিবির পাহারায় গাড়িবহর নিয়ে ফিরছিলেন নির্বাচনি দায়িত্ব পালনকারীরা। এসময় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের নয়মাইল এলাকায় তাদের ওপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। পরে আরও একজন মারা যান।

নিহতদের মধ্যে ভিডিপি মো. আল আমিন (১৭), ভিডিপি ইউনিয়ন লিডার বিলকিস (৪০), ভিডিপি দলনেতা মিহির কান্তি দত্ত (৪০), ভিডিপি জাহানারা বেগম (৪০), কিশালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমির আলী (৪০) ও গাড়ির হেলপার মন্টু চাকমা (২৭) ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে পাঠানোর পথে আবু তৈয়ব নামে আরেকজন মারা যান। তিনি সাজেকের ওই কেন্দ্রে সহকারী নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, বাঘাইছড়ি উপজেলায় জাতীয় কোনও রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি। ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রভাবশালী নেতা ও বর্তমান চেয়ারম্যান বড়ঋষি চাকমা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএনলারমা) অন্যতম শীর্ষ নেতা সুদর্শন চাকমা। এই দুই নেতার ভোটযুদ্ধ নিয়ে উত্তাপ ছিল সেখানে। ভোটের প্রচারণার মধ্যেই ৩ মার্চ উপজেলার বঙ্গলতলিতে হামলায় নিহত হন জনসংহতি সমিতির গুরুত্বপূর্ণ নেতা উদয় জয় চাকমা চিক্কোধন। সর্বশেষ ভোটের দিন সকালেই নির্বাচনে অনিয়ম, ভোট ও কেন্দ্র দখল এবং চারটি কেন্দ্রে রাতেই ভোট দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে সকাল ১০টায় ভোট বর্জন করেন জনসংহতি সমিতির প্রার্থী বড়ঋষি চাকমা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি