শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপিতে, স্থায়ী কমিটির ৫ পদ খালি রেখেই দল পুনর্গগঠনের উদ্যোগ : মির্জা ফখরুল


সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বিএনপিতে, স্থায়ী কমিটির ৫ পদ খালি রেখেই দল পুনর্গগঠনের উদ্যোগ : মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও কারান্তরীণ খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে। বর্তমানে দল পূনর্গঠনের কাজ চলছে। এরপর দেশের জনগণকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করা হবে।

ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান বলেন, সাংগঠন গোছানোর কাজ চলমান। যেসব সাংগঠনিক জেলায় কমিটি পুর্নাঙ্গ হয়নি এসব জেলার নেতাদের সঙ্গে কথা হচ্ছে। দলের অঙ্গ ও সহযোগি সংগঠনগুলো কমিটি গঠনে আলোচনা চলছে।

২০১৬ সালের ১৯ মার্চ কাউন্সিলের পর ৫০২ সদস্যের ঢাউস কমিটি ঘোষণা করা হয়। জেলা কমিটি পুনর্গঠন প্রায় ৫০ ভাগ হয়ে গেছে। ১৯ সদস্যের স্থায়ী কমিটির তিন জন সদস্য মারা গেছেন। এছাড়া বাকি দুটি পদ কাউন্সিলের পর থেকেই খালি রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি