শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গোলান মালভূমিকে ইসরায়েলের অংশ হিসেবে ট্রাম্পের স্বীকৃতি মানবে না ইইউ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদানুসরণ করে গোলান মালভূমির ওপর ইসরায়েলের আধিপত্যের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার গোলান মালভূমি নিয়ে ট্রাম্প টুইটারে বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন। গোলানের ওপর ইসরায়েলি সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বলে পোস্ট দেন তিনি। এর কারণ হিসেবে ট্রাম্প বলেন, ‘ইসরায়েল ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গোলান মালভূমির কৌশলগত ও নিরাপত্তাজনিত গুরুত্ব রয়েছে।’

শনিবার ইইউ’র ফরেন পলিসি চিফ ফেডেরিকা মগেরিনির মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘ইইউ আন্তর্জাতিক আইন মেনে চলায় ১৯৬৭ সাল থেকে দখলকৃত গোলানসহ অঞ্চলটির ওপর ইসরায়েলির সার্বভৌমত্বের স্বীকৃতি দেয় না। আর এর কোনটিকেই ইসরায়েলের অংশ বলে মনে করে না ইইউ।’

আবার, ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ককে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজেদের অবস্থান পরিষ্কার করেন এই বলে যে, ‘ইইউ’র গোলানের প্রতি অবস্থান আগেরমত অপরিবর্তিতই থাকবে।’

আনাদোলু এজেন্সি জানায়, শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান বলেছেন, ‘জাতিসংঘে গৃহীত প্রস্তাবনা অনুযায়ী ইসরায়েল গোলানের একটি ক্ষুদ্র অংশেরও দাবি করতে পারে না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি