শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদির পরমাণু শক্তি কার্যক্রমে ৬টি গোপন প্রকল্প অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৯

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের পারমাণবিক চুল্লি নির্মাণ প্রকল্পের কাজ পেতে যুক্তরাষ্ট্রসহ রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রতিযোগিতার মধ্যেই গোপনে এ ধরণের ৬টি প্রকল্প অনুমোদন দিলো ওয়াশিংটন।

চুল্লি নির্মাণ প্রকল্পের জন্য জয়ী রাষ্ট্রের নাম ঘোষণা করা হবে এ বছরের শেষের দিকে। তবে যুক্তরাষ্ট্র রিয়াদের কাছে পরমাণু প্রযুক্তি বিক্রি করতে ও সহযোগিতা দিতে যে প্রকল্পগুলো অনুমোদন দিয়েছে তাতে অন্তত দুটি চুল্লি নির্মাণ করা হতে পারে।

মার্কিন জ্বালানি মন্ত্রী রিক পেরির অনুমোদনকৃত প্রকল্পগুলোর মধ্যে কোন ভারি যন্ত্রপাতি নেই বরং প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো রয়েছে। এতে মূলত মার্কিন কোম্পানিগুলোকে চুক্তি হওয়ার আগে চুল্লি নির্মাণে প্রাথমিক কাজ করার ব্যাপারে অনুমোদন দেয়া হয়েছে।

ফাঁস হওয়া তথ্যমতে, যে মার্কিন কোম্পানিগুলো প্রাথমিক কাজের অনুমতি পেয়েছে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ না করতে বারণ করা হয়েছে বলে জানিয়েছে ‘ডিপার্টমেন্ট অব এনার্জিস ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি এডমিনিস্ট্রেশন’।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের এ প্রকল্পগুলো নিয়ে উদ্বেগ জানিয়ে দেশটির অনেক আইনপ্রণেতা বলেছেন, সৌদিকে পরমাণু প্রযুক্তি দেয়ার কারণে মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র নির্মাণ প্রতিযোগিতার আশংকা রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি