শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে ভোটের ময়দানে অবৈধ অর্থের ছড়াছড়ি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৯


ডেস্ক রিপোর্ট :
ভারতে নির্বাচন শুরু হতে বাকি মাত্র ১০ দিন। ফলে ক্ষমতাসীন বিজেপি থেকে শুরু করে প্রধান বিরোধী দল কংগ্রেসসহ অন্য দলগুলোও এখন ব্যস্ত প্রচারে। এরই মধ্যে দেশটির নির্বাচন কমিশনের এক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

দেশটির নির্বাচন কমিশন বলছে, ভোট সামনে রেখে এখন ভারতজুড়েই শুরু হয়েছে কোটি কোটি অবৈধ অর্থের ছড়াছড়ি। কমিশনের ৩১ মার্চ পর্যন্ত হিসাব অনুযায়ী, ভোটের আগে এ বছর সবচেয়ে বেশি নগদ রুপি বাজেয়াপ্ত হয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে।

গতকাল সোমবার আনন্দবাজার পত্রিকা এক খবরে জানায়, ভারতে নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে দেশজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কী কী উদ্ধার হচ্ছে, ২৬ মার্চ থেকে তার দৈনিক হিসাবও প্রকাশ করতে শুরু করেছে তারা। তাতেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

দেখা গেছে, ২৬ মার্চ নির্বাচন কমিশনের প্রথম রিপোর্ট প্রকাশের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত নগদ ৩০২ কোটি রুপি বাজেয়াপ্ত হয়েছে, যা অঙ্কের পরিমাণে ভারতের বিগত নির্বাচনের আগে উদ্ধার হওয়া অর্থের চেয়ে অনেক বেশি। ২০১৪ সালে ভারতের জাতীয় নির্বাচনে সব মিলিয়ে ২৯৯ কোটি ৯৪ লাখ নগদ রুপি বাজেয়াপ্ত করেছিল দেশটির নির্বাচন কমিশন। শুধু নগদ অর্থই নয়, ১০ মার্চ নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে দেশটির বিভিন্ন জায়গায় হানা দিয়ে পুলিশ এবং আবগারি দপ্তরের কর্মকর্তারা ৩১ মার্চ পর্যন্ত ৬৩ লাখ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছেন, যার বাজারমূল্য প্রায় ১৩৫ কোটি রুপি। এর মধ্যে বিহার, গুজরাট, নাগাল্যান্ডের মতো রাজ্য, যেখানে মদ নিষিদ্ধ সেখানেই উদ্ধার হয়েছে যথাক্রমে ৪০ হাজার, ২ লাখ ২২ হাজার ও ৫৯ হাজার লিটার মদ। এ ছাড়াও প্রায় ৬৮১ কোটি রুপির নেশার ওষুধ এবং মাদক বাজেয়াপ্ত হয়েছে। সোনা, রুপার মতো মূল্যবান ধাতু মিলেছে ২৩০ কোটি রুপি মূল্যের।

নির্বাচন কমিশনের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, এ বছর সবচেয়ে বেশি নগদ রুপি বাজেয়াপ্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। ৯১ কোটি রুপি মিলেছে সেখান থেকে। বেআইনি মদের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে মহারাষ্ট্র। ১৬.৬৩ লাখ লিটার মদ পাওয়া গেছে সেখান থেকে। উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত মদের পরিমাণ ১০.৪১ লাখ লিটার। তবে উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত মদের বাজারমূল্য বেশি। মহারাষ্ট্রের ১৬.৬৩ লাখ লিটার মদের দাম যেখানে ১২ কোটি ৮০ লাখ রুপি, সেখানে উত্তরপ্রদেশের ১০.৪১ লাখ লিটার মদের দাম প্রায় ২৯ কোটি ৫৬ লাখ রুপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি