শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আদালতে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ এনে জানিয়েছেন আম বাগান মালিকরা


আদালতে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ এনে জানিয়েছেন আম বাগান মালিকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

হাইকোর্টের নির্দেশমত ৭দিনের মধ্যে আম বাগানে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন হচ্ছে। বাগান মালিকরা বলছেন, ক্ষতিকারক রাসায়নিক ব্যবহারের অভিযোগ মিথ্যা, আদালতে ভুল তথ্য উপস্থাপনের অভিযোগ এনে বিচারের দারস্থ হওয়ার কথা জানিয়েছেন তারা। আম পর্যবেক্ষণকারী দলের সঙ্গে ফল ও রাসায়নিক বিষেজ্ঞদের অর্ন্তভুক্তির দাবি ব্যবসায়ীদের। যমুনা টিভি

দেশি উৎপাদিত আমের অর্ধেকের যোগান আসে চাপাইনবাবগঞ্জ আর রাজশাহীর আম বাগান থেকে। সুস্বাদু এ ফল পরিপক্বতায় বিভিন্ন পর্যায়ে রাসায়নিকের ব্যবহার নিয়ে সমালোচনা আছে ভোক্তামহলে। এরই পরিপেক্ষিতে রাজশাহী অঞ্চলের আম বাগানগুলোয় কেমিক্যাল ব্যবহার রোধে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মনিটরিংয়ের নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও বাগান মালিকদের দাবি রাসায়নিক ক্ষতিকর নয়।

বাগান মালিকেরা বলেন, বিষাক্ত রাসায়নিক আমে আমরা মিশাই না। এটা যখন বাজারজাত হয় তখন এ বিষ মিশানো হয়। ব্যবসায়ীরা কাঁচা আম নিয়ে গিয়ে মেডিসিন দিয়ে পাকায়।

সবচেয়ে বেশি ভীতি ছড়িয়েছে ফরমালিন। যদিও কর্মকর্তারা বলছেন, এ অঞ্চলের আমে ক্ষতিকর কেমিক্যাল নেই।

চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম বলেন, আমি ফরমালিনের ব্যবহার দেখিনি। ফরমালিন ব্যবহার করে আমের পচন রোধ করা যায়- এটি আমার জানা নেই।

রাজশাহী চেম্বার অব কমার্স সহসভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, গত বছর কারওয়ান বাজারে কোটি টাকার আম ধ্বংশ করে ফেললো। পরে ল্যাব টেস্টে দেখা গেলো, আমগুলোতে মানব দেহের ক্ষতিকারক কিছুই নেই।

চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে ৩০ হাজার ও রাজশাহীতে ১৮ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি