শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা ‘‘শীর্ষক’’ দেবিদ্বারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা ‘‘শীর্ষক’’ দেবিদ্বারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯


মো. জামাল উদ্দিন দুলাল:
১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা ‘‘শীর্ষক’’ উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমা’র সভাপতিত্বে ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম এর সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ জয়নাল আবেদিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য শিরিন সুলতানা, নব-র্র্নিবাচিত দেবিদ্বার উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারন সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এ জিন্নাত আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী আনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মজিবুর রহমান,দেবিদ্বার উপজেলা প্রসক্লাব উপদেষ্টা এ বি এম আতিকুর রহমান বাশার সহ আরো অনেকে।

এদিকে আলোচনার শুরুতে একটি র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে হল রুমে আলোচনায় উপস্থিত হয়ে বক্তরা ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি