শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সিরাজ এর পক্ষে লড়বেন না আইনজীবীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট: মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার নেক্কারজনক ঘটনায় ফেনী বারের আইনজীবী ও সাবেক সাধারণ সম্পাদক আসামি সিরাজউদ্দৌলার সকল মামলা পরিচালনার কাজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। বারের সকল আইনজীবীর সঙ্গে একমত পোষণ করে তিনি এই সিদ্ধান্ত নেন।

নাম প্রকাশ না করার শর্তে ফেনী বারের আইনজীবী ও সাবেক সাধারণ সম্পাদক জানান, ২০১৯ সালে সিরাজউদ্দৌলাকে আসামি করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা করা হয়। উম্মে ক্বোরা ডেভেলপার কোম্পানির চেয়ারম্যান মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে এক কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মামলা হয়।

উক্ত ডেভেলপার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর আবদুল কাইয়ুম ও সেনবাগ উপজেলার ভাইস চেয়ারম্যান আবদুল মালেক বাদী হয়ে আদালতে মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা করেন। আর এই মামলা পরিচালনার দায়িত্ব নেন ওই আইনজীবী।তিনি জানান, এতদিন যদিও তিনি এই মামলাটি পরিচালনা করেছিলেন, কিন্তু সিরাজউদ্দৌলার ন্যক্কারজনক ও অমানবিক ঘটনার কারণে তিনি বারের সকল আইনজীবীর সঙ্গে একাত্বতা প্রকাশ করে এই মামলায় লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে ফেনী বারকে লিখিতভাবে অবহিত করেছেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি