শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নুসরাত হত্যাকাণ্ডে টাকার উৎস অনুসন্ধানে সিআইডি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় মানি লন্ডারিংয়ের সংশ্লিষ্টতার বিষয়ে অনুসন্ধানে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিভাগের অর্গানাইজড ক্রাইম ইউনিট এটির তদন্ত করছে।

নুসরাত হত্যাকাণ্ডে কারা টাকা দিয়েছে তা অনুসন্ধানে ইতিমধ্যে কাজ শুরু করেছেন অর্গানাইজইড ক্রাইম ইউনিটের কর্মকর্তরা।

শুক্রবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ রয়েছে। নুসরাতকে শ্লীলতাহানি ও খুনের ঘটনায় কারা টাকা দিয়েছে এবং কিভাবে দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি। তদন্তে যদি কারো বিরুদ্ধে মানি লন্ডারিংয়োর প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে। ওই মামলার ধরেই পরবর্তী কার্যক্রম চলবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি