শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ফের আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৯

ডেস্ক রিপোর্ট :

৫ দফা দাবিতে ফের আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। এ দাবিতে ঢাকা কলেজের সামনে আমরণ অনশন করছেন তিন শিক্ষার্থী। এছাড়া রাজধানীর নীলক্ষেত মোড়ে বুধবার বেলা ১১টার পর মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের কর্মসূচি দিয়েছিল শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৫ দফা দাবি হচ্ছে- পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ত্রুটিমুক্ত ফল প্রকাশসহ একটি বর্ষের সব বিভাগের ফল একসঙ্গে প্রকাশ; ডিগ্রি, অনার্স ও মাস্টার্সের ফলাফলে গণহারে অকৃতকার্য হওয়ার কারণ প্রকাশসহ খাতার পুনঃমূল্যায়ন; ৭ কলেজ পরিচালনার জন্য স্বতন্ত্র প্রশাসনিক ভবন; প্রতি মাসে প্রতিটি কলেজে প্রত্যেক বিভাগে দু’দিন করে ১৪ দিন ঢাবির শিক্ষকদের ক্লাস নেওয়া এবং সেশনজট নিরসনে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশসহ ক্রাশ প্রোগ্রাম চালু করা।

এর আগে মঙ্গলবার রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেন। বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচি চলার সময় ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি