শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আমে কেমিকেল মেশানো হচ্ছে কি-না তদারকির নির্দেশ হাইকোর্টের


আমে কেমিকেল মেশানো হচ্ছে কি-না তদারকির নির্দেশ হাইকোর্টের


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

গাছ থেকে আম নামানোর পর আড়তে বা বাজারে কেমিক্যাল মেশানো হচ্ছে কি-না তা খতিয়ে দেখার জন্য একটা মনিটরিং সেল গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি এফ এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সকল আমের আড়ত ও বাজারে থাকা আম পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের বলেছেন আদালত। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী মনজিল মোরসেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি