শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ইলেকশন কমিশনের কঠোর সমালোচনায় বিরোধীরা, শ্রদ্ধা উঠে গেছে রাহুলের!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

ভারতের লোকসভা নির্বাচনের শেষদফা ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ কয়েকজন বিরোধীনেতা। সবদলকে সমানভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব পালনের পরিবর্তে ক্ষমতাসীন বিজেপির প্রতি পক্ষপাতিত্ব দেখানোর অভিযোগ আনেন রাহুল।

রোববার এক টুইট-বার্তায় রাহুল বলেন, ‘ইলেক্টোরাল বন্ড, ইভিএম’এর মাধ্যমে কারচুপি, নমো টিভি, মোদীর সেনা এবং সর্বশেষ কেদারনাথ নাটক-এসবকিছুই মোদী ও তার গ্যাংয়ের সামনে নির্বাচন কমিশনের নতজানু অবস্থানের প্রমাণ দেয়, যা আজ সকল ভারতবাসীর কাছে জলের মত পরিষ্কার। নির্বাচন কমিশনের প্রতি আগে ভয় ও শ্রদ্ধা থাকলেও এখন আর কিছুই নেই।’

রাহুলের টুইটের পরই আরেক কংগ্রেস নেতা পি চিদাম্বরম টুইটে জানান, ‘আমাদের স্পষ্ট আিভযোগ হলো, নির্বাচন কমিশন তাদের কাজ বাদ দিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন আমাদের বক্তব্য একটিই যে, এই কমিশন সম্পূর্ণভাবে এর স্বাধীনতা ও স্বকীয়তা বিসর্জন দিয়েছে। লজ্জা!’

এর আগে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রনাথবাবু নাইড়–ভোটের আগেরদিন থেকে ক্রমাগত মোদীর কেদারনাথ ভ্রমণের সরাসরি সম্প্রচার বন্ধ না করায় নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন। নির্বাচনী নীতিমালা সম্পূর্ণ ভঙ্গ করে কমিশন কিভাবে এই সম্প্রচার মেনে নিলো সেটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি