শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


২২ মে জার্মানি আসবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

স্বাস্থ্য পরীক্ষা করাতে বুধবার (২২ মে) জার্মানির ফ্রাঙ্কফুর্ট আসবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার দুপুরে লন্ডন থেকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন।

জার্মানি সফরকালে রাষ্ট্রপতি ফ্রাঙ্কফুর্টের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থান করবেন। এখানে রাষ্ট্রপতির সঙ্গে জার্মানিতে বসবাসকারী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ সাক্ষাৎ করবেন। পরদিন বৃহস্পতিবার গিজেন বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডন অবস্থান করছেন। বুধবার বেলা ৩টা ৫১ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) রাষ্ট্রপতিকে নিয়ে বুধবার সকাল ৯টা ৩৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। আগামী ২৬ মে দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি