শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মুখোমুখি রুশ-মার্কিন যুদ্ধবিমান


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট : আলাস্কা উপকূলে ৪টি রুশ টিইউ-৯৫ বোমারু বিমান ও ২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান প্রতিরোধ করা হয়েছে বলে মঙ্গলবার জানায় উত্তর আমেরিকার আকাশ প্রতিরক্ষা কমান্ড। রুশ বিমানগুলোকে মোকাবেলা করতে মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-২২ ও ই-এয়ারবোর্ন ব্যবহার করা হয় বলে কমান্ড নিশ্চিত করে।

আলাস্কার পশ্চিম উপকূলের প্রায় ২শ মাইল জুড়ে বিস্তৃত রয়েছে মার্কিন আকাশ প্রতিরক্ষা চিহ্নিতকরণ এলাকা। পরমাণু অস্ত্র বহনে সক্ষম দীর্ঘ পাল্লার রুশ বোমারু বিমানগুলো সোমবার ওই এলাকায় প্রবেশ করতে গেলেই ধাওয়া করা হয় বলে আকাশ প্রতিরক্ষা কমান্ড জানায়।

শুল্কারোপ, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইরান নিয়ে ইতোমধ্যেই রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বেশ টানাপোড়েন চলছে। এরই মধ্যে রুশ যুদ্ধবিমানের অনুপ্রবেশ চেষ্টাকে শক্তি প্রদর্শন হিসেবে দেখছে মার্কিন সামরিক বাহিনী। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সম্ভাব্য আক্রমণ ঠেকানোর মহড়া করতেই ওই এলাকায় টিইউ-৯৫ বোমারু বিমানগুলো মহড়া করছিলো।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি