শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


শসা চাষে লাভবান মেহেরপুরের কৃষকরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৯

ডেস্ক রিপোর্ট :

মেহেরপুরে প্রতিবছরই বাড়ছে শসার চাষ। মাটি ও আবহাওয়া ভালো হওয়ায় শসা চাষে ঝুঁকছেন কৃষকরা। রমজান মাসে উৎপাদন ভালো হওয়ায় শসার ভালো দাম পাচ্ছেন তারা।

শসা চাষ করে স্বচ্ছলতা ফিরেছে অনেক পরিবারে। জেলার রঘুনাথপুর, পিরোজপুর, সোনাপুর, বারাদীসহ আরো অনেক অঞ্চলের বিস্তীর্ণ জমিতে শসার চাষ হয়েছে। প্রতি কেজি শসা ১২ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে খোলাবাজারে।

১০ থেকে ১২ হাজার টাকা ব্যয়ে প্রতি বিঘা জমিতে শসা চাষ করে লাভ থাকছে ৫০ থেকে ৬০ হাজার টাকা।

চলতি মৌসুমে জেলার প্রায় ১ হাজার ৪শ’ হেক্টর জমিতে শসার উৎপাদন হয়েছে। কৃষকদের সার ও কীটনাশক প্রয়োগে পরামর্শ দিচ্ছে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি