শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সরকারি নির্যাতনের গতি তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে : রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

বিএনপির এই নেতা বলেন, জিঘাংসা ও প্রতিহিংসাপরায়ণতা চরিতার্থ আর বিএনপিকে ধ্বংসের মাধ্যমে ক্ষমতায় থেকে লুটপাট করে আয়েশী জীবন যাপনের জন্য দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে মিডনাইট সরকার। বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ফরমায়েসি মামলায় দেড় বছর কারারুদ্ধ রাখা হয়েছে।

রোববার দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারি নির্যাতনের গতি তীব্র থেকে তীব্রতর হয়েছে। ক্ষমতায় টিকে থাকার উৎসাহে বিরোধী দলের নেতাকর্মীদের শেষ রক্তটুকু নিংড়িয়ে নেয়ার জন্য রাষ্ট্র ষড়যন্ত্রকে ব্যবহার করছে। গণতন্ত্রে স্বীকৃত রাজনৈতিক কর্মসূচির ওপর সরকারের নানা বাহিনী আক্রমণ চালাচ্ছে। মিথ্যা মামলা, গ্রেফতারের হিড়িক আগের মতোই অবিরামভাবে চলছে। সুশাসন, স্বাধীন বিচার বিভাগ নেই বলেই বিরোধী দল ও বিরোধী মতের পায়ে বেড়ী পরানো হয়েছে। বিভিন্ন ইস্যুতে গণদাবির পক্ষে শান্তিপূর্ণ কোন মিছিলের আওয়াজ পেলেই সেটির ওপর আইন শৃঙ্খলা বাহিনী ঝাঁপিয়ে পড়ছে।

 

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি