শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এরশাদের জানাযা ও দাফন কোথায়?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাযা আজ বাদ যোহর সেনানিবাস সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে৷

এছাড়া সময় চুড়ান্ত না হলেও পর্যায়ক্রমে বনানী পাটি অফিস, জাতীয় মসজিদ বায়তুল মোকারম ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাযা হওয়ার কথা রয়েছে।

এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, আগামীকাল তাকে নিজ জেলা রংপুরে নেয়া হবে।

রওশন এরশাদ বলেছেন, বনানী সামরিক কবরস্থানে এরশাদকে দাফন করা হবে। তিনি এরশাদেন জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি