শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


সাড়ে ১৩ লাখ শিক্ষার্থীর ভাগ্য জানা যাবে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি গণভবনের বাসভবনে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন। এরপর বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষার ফলাফলের ব্যাপারে বিস্তারিত জানাবেন তিনি।

দুপুর ১টা থেকে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারনেট বা মোবাইলের মাধ্যমে ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd/ এবং http://www.educationboard.gov.bd/ থেকে ফলাফল জানা যাবে।

পরীক্ষার্থীদের তালিকা অনুযায়ী, এ বছর ৯ হাজার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছে। এদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র ও ৬ লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি