শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিনোদন » সারেগামা অনুষ্ঠানে গান গেয়ে বিখ্যাত নোবেলের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ!


সারেগামা অনুষ্ঠানে গান গেয়ে বিখ্যাত নোবেলের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ!


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

সারেগামাপা’র গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীতশিল্পী নোবেল গেয়েছিলেন ‘বাংলাদেশ’ গানটি। এই গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।এ গানটি আগে গেয়েছিলেন সঙ্গীত তারকা জেমস।সেসময়ই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

কিন্তু এই গান পরিবেশনের পর নোবেল অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের চেয়েও এসব গান তাকে ও অনেককে বেশি আলোড়িত করে।তার এমন মন্তব্যে ফেসবুকে তিনি গত দুইদিন ধরে ভাইরাল হয়ে আছেন। সমালোচনা করা হচ্ছে তাকে জাতীয় সঙ্গীত অবমাননার জন্যে।

কামাল পাশা চৌধুরী গদকাল ফেসবুক পোস্টে লেখেন, ‘ নোবেল আওয়ামী পরিবারের ছেলে, সে হিসাবে এই পক্ষের সমর্থন তার তো আছেই।তাই সে জিয়ার নাম সম্বলিত জেমসের এই গানটা গেয়ে বিএনপি সমর্থকদেরও প্রিয় হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এ রকম সস্তা জনপ্রিয়তা লাভের আকাঙ্খা অনেক শিল্পীর মধ্যে অতীতে আমরা দেখেছি। তাদের নাম আমারই মনে নেই।নোবেলেরটা কয়জনের থাকবে?গ্রান্ড ফিনালে এসে এমন একটা গান সিলেকশন করা ছিলো তার চরম মুর্খতা।গানটি এত বড় আসরে গ্রান্ড ফিনালে গাওয়ার মত মান সম্পন্ন নয়।’

বিজয় চন্দ পোস্ট লেখেন, ‘নতুন কন্ঠশিল্পী নোবেলকে ক্ষমা করে দেয়া যায়না! জাতীয় সংগীত নিয়ে বেহুদা কিছু কথা না হয় বলে ফেলেছে। শিক্ষা, মনের মজবুত ভিত্তি, সেল্ফ কন্ট্রোল কোনটাই ওর নাই। নোবেলও নোলকের মতো খুব অল্প সময়েই হারিয়ে যাবে! আশেপাশের ধান্দাবাজরা কিছুদিন তাকে বাঁদর নাচন নাচায়ে ব্যবসা করে নেবে।’ রিফাত হাসান লেখেছেন, ‘জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলা যাবে না , কেন?’
প্রিন্স মাহমুদকে ফোন করলে তিনি এ বিষয়ে কিছু বলবেন না বলে জানান।

সম্পাদনা : তানজিনা রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি