শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য’


‘বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতিকে প্রতিষ্ঠিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। সব ষড়যন্ত্র উপেক্ষা করে দেশ গড়ার কাজে নামেন জাতির পিতা।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ আগস্ট হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল- মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়া ও স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করা।

তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল জিয়াউর রহমান।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি