শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ঢাকায় যখন ব্র্যাড পিট ও লিওনার্দো!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:
মার্কিন ইতিহাসে আলোচিত দুই হত্যাকাণ্ড টেইট-লাবিয়ানকা হত্যা মামলা নামে সুপরিচিত। এই ঘটনা অবলম্বনে টারান্টিনো নির্মাণ করেছেন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ নামের চলচ্চিত্র।

ঘটনাটির ৫০ বছরপূর্তিতে গত ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পেয়েছে। আজ বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

তবে হুবহু সেই সত্য ঘটনা নিয়েই ছবিটি নির্মিত হয়নি, সেটার সঙ্গে পরিচালক সংমিশ্রণ ঘটিয়েছেন কল্পনারও। রিক ডাল্টন নামের একজন নিজেকে হারিয়ে খোঁজা অভিনেতা এবং তার বন্ধু ক্লিফ বুথের সংগ্রাম নিয়ে এগিয়েছে গল্প। শ্যারন টেইট ছিলেন রিক ডাল্টনের প্রতিবেশী। না চাইতেও তাই রিক ও ক্লিফকে জড়িয়ে পড়তে হয় এই হত্যাকাণ্ডের ঘটনাপ্রবাহে।

মজার ব্যাপার হলো লিওনার্দো সবসময়ই ব্র্যাড পিটের ভক্ত। এমনকি তরুণ বয়সে ব্র্যাডের ছবি দেখেছেন। তাই একাধিক ইন্টারভিউতেও বলেন সে কথা। যদিও দুই সুপারস্টারকে এক ফ্রেমে আনা এই ছবিটির রিভিউ বিভিন্নরকম। তারপরও একই ফ্রেমে দু’জনকে দর্শকরা বাড়তি কৌতূহলেই খুঁজবেন এটাই স্বাভাবিক



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি