শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে মোজাফফর আহমদের দাফন আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিক মোজাফফর আহমদকে আজ নিজ বাড়ি কুমিল্লার দেবিদ্বারে দাফন করা হবে।

রোববার সকাল ১০টায় কুমিল্লা টাউন ময়দানে তৃতীয় এবং বাদ জোহর চতুর্থ জানাযার নামাজের পর জন্মস্থান দেবিদ্বারের এলাহাবাদে দাফন করা হবে বর্ষীয়ান রাজনীতিক মোজাফফর আহমদকে।

এর আগে শনিবার ঢাকায় দুই দফা জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। জানাযায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষ।

শনিবার তার মরদেহে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্বস্তরের মানুষ। জানানো হয় রাষ্ট্রীয় সম্মাননা।

কেন্দ্রীয় শহিদ মিনারে অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক, সাংস্কৃতিক আর রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ। তারা বলেছেন, ত্যাগ আর আদর্শের রাজনীতির প্রতীক মোজাফফর আহমদ।

রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার এবং সংসদ সদস্যরা।

মুজিবনগর সরকারের উপদেষ্টা ও প্রগতিশীল রাজনীতিতে আলো ছড়ানো অনন্য ব্যক্তিত্ব অধ্যাপক মোজাফফর আহমদ দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি