শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার মনোহরগঞ্জে নিজ মেয়েকে আটকে রেখে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে অপহরণের মিথ্যা মামলা


কুমিল্লার মনোহরগঞ্জে নিজ মেয়েকে আটকে রেখে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে অপহরণের মিথ্যা মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি ও পারিবারিক বিরোধ জড়িয়ে নিজ মেয়েকে অজ্ঞাত স্থানে আটকে রেখে রাসেল হোসেন নামে এক কলেজ ছাত্রের বিরুদ্ধে অপহরণের মিথ্যা অভিযোগ তুলে থানায় মামলা দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ আগস্ট) পুলিশ রাসেলকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারগারে পাঠিয়েছে। রাসেল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সেই কুমিল্লা পলিটেকনিকেল ইনস্টিটিউটের ছাত্র।

তার বাবা রফিকুল ইসলাম অভিযোগ করে জানান, দীর্ঘদিন যাবত উত্তর হাওলা গ্রামের এই বাড়ির বাসিন্দা আবদুল মোতালেবের সঙ্গে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলছে আমার। এই নিয়ে আবদুল মোতালেব এবং তার ছেলেরা প্রায় সময় আমাকে হুমকি দিয়ে আসছেন মামলা-হামলা করবে এবং আমার ছেলেকে কারাগারে পাঠাবে।

তিনি আরও জানান, ছেলে রাসেল কুমিল্লা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়ালেখা করছেন। ঈদের ছুটিতে বাড়িতে আসেন। তার পড়ালেখায় ব্যাঘাত ঘটানো এবং আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য পরিকল্পিতভাবে ছেলের বিরুদ্ধে অপহরণের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি