মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


নীরব অভিমানে চলে গেলো কুমিল্লা জিলা স্কুলের অষ্টম শ্রেনীর মেধাবি ছাত্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

এক নীরব অভিমানে আত্মহত্যার মধ্য দিয়ে মৃত্যুর পথ বেছে নিলো কুমিল্লা জিলা স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহতাসির কামাল আবির।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে নগরীর ১৬ নং ওয়ার্ডের নুরপুর এলাকায় সে আত্মহত্যা করে।

নিহত আবীর ওই ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে।

মহানগর আওয়ামী লীগ সহ- সভাপতি ও মহিলা সাংসদ, আঞ্জুম সুলতানা সীমা সহ নেতুবৃন্দ দুঃসংবাদ পেয়ে অকুস্থলে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। সন্তান হারা বিপ্লব ফ্লোরে লুটিয়ে আহা জারী করছিলো। পিতার পাঁজর ভাংগা দীর্ঘশ্বাস গোটা নুরপুরের পরিবেশ ভারী করে তুলে।

অন্দর মহলে এম, পি সীমা মায়ের বুকফাটা আর্তনাদের সাথী হয়। অশ্রু সজল নয়নে বিদায় হবার লগ্নে
কৌতুহলী মন জানতে চাইলো কেন?

এ-ই আত্মহনন? শিক্ষা ব্যাবস্থা, পারিবারিক, ভৌগলিক, প্রচলিত .সমাজ???? আল্লাহ, তুমি আবীরকে মাফ করে দাও। শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি