মঙ্গলবার,১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


১৬১ কোটি টাকা, ১ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় !


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৯

ডেস্ক রিপোর্ট:

কক্সবাজারের মাতারবাড়ীতে নির্মিত হচ্ছে ২১ কিলোমিটার দীর্ঘ দুই লেনের একটি সড়ক। আর এ প্রকল্পের জন্য ৩ হাজার ৩৮৪ কোটি টাকা ব্যয় ধরেছে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তর)। সূত্র: টুইট বাংলা

এক পরিসংখ্যানে দেখা যায়, সড়ক নির্মাণ ব্যয়ে বিশ্ব রেকর্ডে বাংলাদেশ। যেখানে চীন, ভারত প্রতি কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় করে ১১ থেকে ১৫ কোটি টাকা সেখানে বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যয় হয় ৫৫ থেকে ১০০ কোটি টাকা। আবার সড়ক মানের দিক থেকে চীন ভারত থেকে অনেক অনুন্নতমানের।

সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের অধীনে নির্মিত কক্সবাজার মাতারবাড়ীতে নির্মিত ২১ কিলোমিটার সড়কের কি.মি. নির্মাণে খরচের ব্যয় ধরা হয়েছে ১৬১ কোটি টাকা। যা বিশ্ব রেকর্ডেরও অনেক উপরে। দুই লেনের একটি সড়ক নির্মানে এমন ব্যয়ের পরিকল্পনার সমালোচনা করেছে খোদ জাতিসংঘ।

এর আগে কিলোমিটারপ্রতি সর্বোচ্চ খরচ ধরা হয়েছিল ঢাকা-মাওয়া সড়ক নির্মাণে ১০১ কোটি টাকা; তবে সেই সড়কটি চার লেনের।

বাংলাদেশে সড়ক নির্মাণে মাত্রাতিরিক্ত খরচ নিয়ে বহুজাতিক সংস্থা বিশ্বব্যাংকসহ বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে সমালোচনা হয়ে আসছে। বিশ্বব্যাংকের হিসাবে প্রতিবেশী ভারত ও চীনে গড়ে যেখানে কিলোমিটারপ্রতি সড়ক নির্মাণে খরচ হয় ১১ কোটি থেকে ১৫ কোটি টাকার মধ্যে, বাংলাদেশে সেখানে কিলোমিটারপ্রতি খরচ হয় ৫৫ কোটি থেকে ১০০ কোটি টাকার মধ্যে। মাতারবাড়ীতে প্রস্তাবিত দুই লেনের সড়ক নির্মাণে বিশ্বব্যাংকের হিসাবও ছাড়িয়ে যাচ্ছে।

এক বছর আগে নির্মিত পটুয়াখালীর পায়রা বন্দরে জলাভূমিতে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের একটি চার লেনের সড়ক নির্মাণ করা হয়। সেই চার লেনের সড়কটিতে কিলোমিটারপ্রতি সরকারের খরচ হয়েছিল ৬০ কোটি টাকা। অথচ মাতারবাড়ীতে সমজাতীয় দুই লেনের সড়কটি নির্মাণে খরচ হবে পায়রা বন্দরের সড়কের চেয়ে তিন গুণেরও বেশি। দুই লেনের সড়ক নির্মাণে যেখানে খরচ কম হওয়ার কথা, উল্টো সেখানে তিন গুণ বেশি খরচ ধরা হয়েছে। অথচ দুটি জায়গাই সমতল থেকে অনেক নিচুতে।

সওজ অধিদপ্তরের আওতায় আরো কয়েকটি প্রকল্পের মধ্যে রংপুর থেকে হাটিকুমরুল চার লেনের সড়কটি কিলোমিটারপ্রতি খরচ পড়েছে ৫৫ কোটি টাকা। ঢাকা-সিলেট প্রস্তাবিত চার লেনের মহাসড়ক কিলোমিটারে ৬০ কোটি টাকা, ঢাকা-মাওয়া চার লেন সড়ক ১০১ কোটি, ঢাকা-চট্টগ্রাম চার লেন মহাসড়ক নির্মাণে কিলোমিটারপ্রতি খরচ হয়েছিল ২১ কোটি টাকা।

অথচ, মাতারবাড়ী দুই লেনের একটি সড়ক নির্মাণে খরচ ধরা হয়েছে ১৬১ কোটি টাকা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি