বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: মেনন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১০.২০১৯

ডেস্ক রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জনগণ ভোট দি‌তে পা‌রেনি’ ব‌লে ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন যে বক্তব্য দিয়েছেন, সে বিষ‌য়ে ১৪ দ‌লের চাওয়া ব্যাখ্যার জবাব দি‌য়েছেন তি‌নি।

‌রোববার রাতে তার জবাবের চিঠি মোহাম্মদ নাসিমের বাসায় পৌঁছানো হয়েছে।

এর আ‌গে গত বৃহস্পতিবার রাতে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম স্বাক্ষরিত এক চিঠিতে মেননের বক্তব্যের জবাব জানতে চেয়েছিল ১৪ দল।

এ প্রসঙ্গে জানতে চাইলে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের দেয়া চিঠি আমরা পেয়েছি। আগামীকাল সোমবার সকাল ১১টায় এই চিঠি নিয়ে ১৪ দল বৈঠক করবে। জবাব পেয়ে আমরা সন্তুষ্ট কি না এর সিদ্ধান্ত বৈঠকের পরে জানানো হবে।’

এ বিষয়ে ১৪ দলের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের কাছে আমি চিঠির জবাব পৌঁছে দিয়েছি।’

চিঠির ব্যাখ্যা সম্পর্কে জানতে চাইলে মেনন বলেন, ‘চিঠিতে কী লিখেছি তার বিষয়ে জানতে চাইলে ১৪ দলের মুখপাত্র কাছেই যোগাযোগ করুন, আমি কিছু বলতে চাই না।’

গত শনিবার নিজ জেলা বরিশালে দলীয় এক সভায় যোগ দিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি