শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাখাল বালকদের বুদ্ধির কারণে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলো ট্রেনের কয়েক’শ যাত্রীরা


রাখাল বালকদের বুদ্ধির কারণে দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলো ট্রেনের কয়েক’শ যাত্রীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৯

ডেস্ক রিপোর্ট:

নওগাঁর রাণীনগরে গোনা ইউনিয়নের বড়বড়িয়া নামক স্থানে রেলের পাটাতন ভেঙ্গে যাওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজদারি না করলেও ওই এলাকার ছোট রাখাল বালকরা রেলের একটি অংশ ভাঙা দেখতে পায়।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেন ঘটনাস্থলে পৌঁছার আগেই তাদের জামা, গেনজী, গামছা যার যা কাছে ছিলো তা দিয়েই বালকরা সংকেত দিয়ে ট্রেন থামানোর চেষ্টা করে। ট্রেন চালক ভাঙা রেলের কাছাকাছি এসে ট্রেন থামিয়ে দেন। তাদের এই তাৎক্ষণিক বুদ্ধির কারণে ট্রেনে থাকা যাত্রী সাধারণ বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যায়।

রাণীনগর স্টেশন মাস্টার মানিক জানান, ঘটনার খবর পেয়ে সান্তাহার রেলওয়ে জংশনের আইডব্লিউ একটি চৌকশ দল এসে লাইন মেরামত করে উভয় পাশের আটকে থাকা ট্রেন চলাচলে স্বাভাবিক করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি