শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বাংলাদেশ » আ.লীগের সম্মেলনের উদ্দেশ্যে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলো যুবক


আ.লীগের সম্মেলনের উদ্দেশ্যে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলো যুবক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১১.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

সিলেট মহানগর আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে ব্যানার টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৌফিক আহমদ (১৯) নামে এক যুবকের শরীর ঝলছে গেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরের রিকাবীবাজার পয়েন্টে ব্যানার টানাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই যুবক দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার আকবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাতে রিকাবীবাজারের স্টেডিয়ামের গ্যালারি লাগোয়া একটি বিদ্যুতের খুঁটিতে ব্যানার টানাতে ওপরে ওঠেন ওই যুবক। এ সময় তিনি ভুলবশত বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে থাকেন। এ সময় যুবলীগ নেতা শাহ আলী মই বেয়ে ওপরে উঠে তাকে উদ্ধারের চেষ্টা চালান এবং পথচারীরা তাৎক্ষণিক পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে। এ সময় পুলিশও সেখানে উপস্থিত ছিল।

জানা যায়, যে ব্যানার টানাতে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন সেটিতে ওপরে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ছবি রয়েছে এবং নিচে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাবেক আহ্বায়ক সৌমিত্র দাস পিংকুর নাম ও ছবি রয়েছে।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, আগামী ৫ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এ সম্মেলনকে স্বাগত জানিয়ে ব্যানার লাগাতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি