শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাঠ থেকেই চুরি যাচ্ছে পেঁয়াজ, মাথায় হাত কৃষকের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

১.৬ একর জমি থেকে প্রায় ৩০ হাজার টাকার পেঁয়াজ তুলে নেওয়া হয়েছে।

বর্তমানে অধিক দাম ও চাহিদার জন্যে মাঠ থেকেই চুরি যাচ্ছে পেঁয়াজ! বাড়ি অথবা গোডাউন থেকে মাঠ থেকে পেঁয়াজ চুরি অনেক বেশি লাভজনক এমনটা বুঝেই মাঠের পর মাঠ হাত সাফাইয়ের কাজ চালাচ্ছে চোর। এমনই অভিযোগ উঠেছে মধ্য প্রদেশের মন্দসৌরে।

জিতেন্দ্র কুমার নামে একটা চাষির অভিযোগ, তাঁর জমি থেকে প্রায় ৩০ হাজার টাকার পেঁয়াজ তুলে নেওয়া হয়েছে। ১.৬ একর জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। রাতারাতি চুরি হয়ে যায় সেই পেঁয়াজ। স্থানীয় থানায় অভিযোগ জানান জিতেন্দ্র কুমার। পুলিশের পরিদর্শনে সবকিছু খতিয়ে দেখে এফআইআর দায়ের করা হয়েছে।

দেশে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে আসছে পেঁয়াজ। এমনটা হচ্ছে পার্শবর্তী দেশ ভারতেও। একশো টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে সে দেশে। কলকাতার বাজারে পেঁয়াজের দাম বর্তমানে ১৪০ রুপি প্রতি কেজি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি