শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » সরকারের হস্তক্ষেপেই খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট জমা হয়নি: মির্জা ফখরুল


সরকারের হস্তক্ষেপেই খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট জমা হয়নি: মির্জা ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

খালেদা জিয়াকে জামিন না দেয়াকে মানবিকতার লঙ্ঘন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের হস্তক্ষেপেই আজ আদালতে খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিএসএমএমইউয়ের মেডিক্যাল রিপোর্ট জমা হয়নি-এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে জামিন না দিয়ে তার শুনানি পেছানোর ঘটনায় দেশবাসী ক্ষুব্ধ হয়েছে। জামিন পাওয়া তার অধিকার। জামিন না দেয়া প্রচলিত রীতিনীতির ব্যত্যয়ই শুধু নয়, মানবিকতার লঙ্ঘন বলেও মন্তব্য করেন তিনি।

বিএসএমএমইউ আজ মেডিক্যাল রিপোর্ট না দেয়ায় ঘটনাকে আদালত অবমাননা করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তিনি বা তার সরকার চায় না খালেদা জিয়া মুক্ত হন।

দুর্নীতির দুই মামলায় কারাবন্দি রয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন শুনানি হওয়ার পর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট আদালতে পেশ করার কথা থাকলেও রিপোর্ট দিতে ব্যর্থ হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির কারাবন্দি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দিতে ব্যর্থ হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ফলে, আজ শুনানি শুরু হওয়ার পর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি