শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী ১১ জানুয়ারি সারাদেশে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

আগামী ১১ জানুয়ারি সারাদেশে ৬ মাস থেকে ৫ বছরের ২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুপুরে মহাখালীর স্বাস্থ্য ভবনে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, প্রত্যেকটি শিশুকে ভরা পেটে টিকা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

সিটি নির্বাচন ও ইজতেমা সংলগ্ন এলাকায় ১১ জানুয়ারির বদলে ২৫ জানুয়ারি এ কর্মসূচি চালানো হবে। ছয় মাস বয়স থেকে ৫৯ মাস (পাঁচ বছর) বয়স পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি।

নির্ধারিত তারিখে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কোনো কারণে কোনো শিশুকে নির্ধারিত তারিখে ক্যাপসুল খাওয়ানো না গেলে তাদের জন্য পরবর্তীতে তারিখ নির্ধারন করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি