শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


এক শিক্ষকেই চলছে বিদ্যালয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ধুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খেলছে শিক্ষার্থীরা। প্রয়োজনীয় শিক্ষক নেই এই বিদ্যালয়ে। সময় তখন দুপুর ১২ টা। প্রথম পালার পাঠদান শেষ হয়েছে। দ্বিতীয় পালার পাঠদান শুরু হবে কিছুক্ষণ পরই। রুবেল, ইব্রাহিম, ওমর ফারুকসহ পঞ্চম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের মাঠে খেলাধুলায় ব্যস্ত। ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে তারা ফিরবে শ্রেণিকক্ষে। কিন্তু যে শ্রেণিকক্ষে তারা ফিরবে, সেখানে হয়তো যাবেন না শিক্ষক। তিনটি শ্রেণির জন্য সেখানে আছেন মাত্র একজন সহকারী শিক্ষক। যিনি আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন।

এই চিত্র নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের ধুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সম্প্রতি সরেজমিনে বিদ্যালয়টিতে শিক্ষক–সংকটের এই চিত্র চোখে পড়ে। বিদ্যালয়টিতে রয়েছে একতলার দুটি পাকা ভবন। বাইরে থেকে দেখতে ভবন দুটি চোখে পড়ার মতো। ভবনের শ্রেণিকক্ষগুলো সাজানো গোছানো। অভাব একটাই—সেটি শিক্ষকের। শিক্ষকের পাঁচটি পদের বিপরীতে আছেন একজন। তাঁর নাম মো. লুৎফুর রহমান, যিনি ১০ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

লুৎফুর রহমান বলেন, ২০১৭ সালের মার্চ থেকেই বিদ্যালয়টি চলছিল তিনিসহ মাত্র দুজন সহকারী শিক্ষক দিয়ে। দুই শিক্ষকের একজন সাজেদা আক্তার দেড় বছরের ডিপিএড প্রশিক্ষণে গেছেন গত ডিসেম্বরে। এরপর চলতি মাসে একজন শিক্ষককে অন্য বিদ্যালয় থেকে সাময়িকভাবে প্রেষণে দেওয়া হলেও স্থায়ী শিক্ষক তিনি একাই।

লুৎফুর রহমান জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে থাকায় প্রায়ই তাঁকে দাপ্তরিক বিভিন্ন কাজে উপজেলা সদরে যেতে হয়। শিক্ষক না থাকায় অভিভাবকেরা সন্তানদের এ বিদ্যালয়ে ভর্তি করতে চান না।

একসময় এই বিদ্যালয়ে প্রায় আড়াই শ ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক–সংকটের কারণে কমতে কমতে এখন প্রায় ১০০ জনে ঠেকেছে। অনেক অভিভাবকই ছাড়পত্র নিয়ে যাচ্ছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি