শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কুমিল্লার হোমনা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস অনিয়মে জর্জরিত অতিষ্ঠ সাধারণ জনগণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনা উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসে একশ্রেণি দালাল সিন্ডিকেটের দৌরাত্বে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ জনগণ । দলিল লেখক,ষ্ট্যাম্প ভেন্ডার, ও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সমস্বয়ে গঠিত এ সিন্ডিকেটের যোগসাজসে সাব রেজিস্ট্রার আবুল কালাম আজাদ নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন। সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে জমির শ্রেণি পরিবর্তন দেখিয়ে, সাব কবলা দলিলের পরিবর্তে হেবা বিল এওয়াজ, অসিয়ত নামা, ঘোষণা পত্র, আমমোক্তার নামা দলিল রেজিস্ট্রি করে সরকারি রাজস্ব ফাকি দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। তিনি এ অফিসে যোগদানের পর থেকে এ দালাল সিন্ডিকেটের মাধ্যমে বাধ্যতামূলকভাবে প্রতি দলিল থেকে আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা শেরেস্তার নামে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে । এ টাকা দলিল লেখক সমিতি, মসজিদ ও বিভিন্ন জাতীয় দিবসের চাঁদা ছাড়া বাকি টাকা নিজেদের মধ্যে ভাগ ভাটোয়ারা করে আত্মসাত করা হচ্ছে ।

অফিস সূত্রে জানগেছে,২০১৯ সালে সাব রেজিস্ট্রি অফিসে ৬৩৯৮ টি দলিল রেজিষ্ট্রি করা হয়েছে ।এর মধ্যে অধিকাংশ দলিল হেবাবিল এওয়াহ, আমমোক্তার নামা ও দানপত্র ও ঘোষনাপত্র দলিল। এতে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেয়া হয়েছে। গত কয়েক বছরের রেজিস্ট্রি করা দলিল পরীক্ষা করলে এর সন্ধান পাওয়া যাবে বলে মনে করেন অনেকেই।

রবিবার সরেজমিনে গিয়ে ভুক্তভোগীদের সাথে আলাপ করে জানা যায়,দলিলের ফি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করলেও শেরেস্তা (অতিরিক্ত ফি) ছাড়া সাব রেজিস্ট্রার কোন দলিল রেজিস্ট্রি করেন না । তার চাহিদা মত টাকা না পেলে বিভিন্ন কাগজ পত্রের অজুহাতে হয়রানি করে। আবার টাকা পেলে সব বৈধ হয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক দলিল লেখক জানান,শেরেস্তা না দিলে জমি রেজিস্ট্রি তো দুরের কথা সীমাহীন হয়রানির স্বীকার হতে হয় ভুক্তভোগীদের। তাই বাধ্য হয়েই শেরেস্তা (অতিরিক্ত ফি) দিয়ে দলিল রেজিস্ট্রি করতে হয়। তবে কাগজ পত্রে ঝামেলা থাকলে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।নিয়ম বহি:ভূত ভাবে প্রত্যেক দলিল থেকে শেরেস্তার নামে অতিরিক্ত টাকা আদায় করা হলেও সিন্ডিকেটের ভয়ে এনিয়ে কেহ মুখ খুলতে রাজি হচ্ছে না ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি